প্রয়াত পণ্ডিত বুন্দি মহারাজের স্মরণে গুরু শ্রদ্ধাঞ্জলি

****

দিগদর্শন ওয়েব ডেস্ক : শনিবার বিকেলে মধ্য কলকাতার রোটারি সদন মঞ্চে অনুষ্ঠিত হলো বুন্দি মহারাজের স্মরণে গুরু শ্রদ্ধাঞ্জলি । বেনারস ঘরানার এক বিখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী পরিবারের উত্তরসূরি। পিতা বৈচু মহারাজের চতুর্থ সন্তান।। শিল্পী বুন্দি মহারাজ ছিলেন একজন তবলাশিল্পীও। পূর্বাঞ্চলে বিশেষ করে বাংলা ও বিহারে বেনারসী ঘরানার সঙ্গীতের প্রচার তিনি করেছিলেন। তাঁর স্মৃতিতেই গড়ে তোলা হয় স্বর্গীয় পণ্ডিত বুন্দি মহারাজ সঙ্গীত বিদ্যাপীঠ। এদিনের গুরু শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজক ছিল সঙ্গীত শিক্ষাকেন্দ্র। অনুষ্ঠানে শাস্ত্রীয় সঙ্গীতের মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান যৌথকণ্ঠে পণ্ডিত দীপক মিশ্র এবং পণ্ডিত প্রকাশ মিশ্র, অনুরাগ পোদ্দার এবং সদাশিব কৃষ্ণ মিশ্র।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পণ্ডিত দীপক মিশ্র ও প্রকাশ মিশ্র জানান, জীবনের যথার্থ অর্থ অনুধাবন করতে এক পবিত্র মানসিকতার প্রয়োজন। যা তৈরিতে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত। সংগীতপ্রেমিকেরা যে ধরনের গান গাইতে চান গাইবেন, কিন্তু মনে রাখতে হবে ষড়জ, ঋষভ, গান্ধার, মধ্যম, পঞ্চম b, ধৈবত ও নিষাদ এই সাত ঋষির সাত সুর সৃষ্টির মধ্যেই সবধরনের সঙ্গীতের সৃষ্টি। তাই এবিসি না জানলার যেমন ইংরেজি ভাষা সাহিত্য উপলব্ধির করত যায় না , তেমন শাস্ত্রীয় সঙ্গীত না জানলার গানের জগতে প্রবেশাধিকার মেলে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *