নতুন বছরের শুরুতেই ১৭ তম এপিজে কলকাতা লিটেরারি ফেস্টিভাল আলিপুর মিউজিয়ামে

****

দিগদর্শন ওয়েব ডেস্ক : নতুন বছরের প্রথম সপ্তাহে ৯ থেকে ১১ জানুয়ারি দক্ষিণ কলকাতার ঐতিহাসিক আলিপুরে জেলে যা বর্তমানে স্বাধীনতার ইতিহাস অবলম্বনের এক মিউজিয়াম গড়ে তোলা হয়েছে, সেখানে ১৭ তম এ পি জে কলকাতা লিটেরারি ফেস্টিভ্যালের আয়োজন হতে চলেছে। এই ঘোষণার হলো মধ্য কলকাতার অক্সফোর্ড বুক স্টোর গ্যালারিতে। অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ ছিল এই মুহুর্তের দেশের জনপ্রিয় বেস্ট জেলার বইয়ের লেখক আমিশ ত্রিপাঠী। আমিশ বেনারসের ব্রাহ্মণ পরিবারের সন্তান। মুম্বাইতে জন্ম ।বড় হয়ে ওঠা ওড়িশার রাউরকেল্লায়। জেভিয়ার্সের ছত্রে কলকাতার আই এম এমের ছাত্র আর্থিক সংস্থায় জীবিকানির্বাহ করলেও জীবন খুঁজেছেন কলম হাতে নিয়ে।

জীবনের প্রথম বৈর দি ইমর্তালে অফ মেলুহা। ট্রিলজি। দ্বিতীয় বিস্ফোরণ দি সিক্রেটস অফ নাগা। তৃতীয় বিস্ফোরণ দি ওথ অফ দি বায়ুপুত্র। মুহূর্তে দেশের প্রকাশনা ইতিহাসের মাইলস্টোন। পরের নির্মাণ দি স্কিয়ন অফ ইক্ষাবাকু। রামচন্দ্র সিরিজের প্রথম বই। যা বেস্ট পপুলার এওয়ার্ড জিতে নেয়। সময়টা ২০১৫। এরপর সীতা ওয়ারিওর্ট অফ মিথিলা। রাবণা: দি এনিমি অফ আর্যবর্তা। দুবছরের ব্যবধানের দুটি বই।২০২২ এ ওয়ার অফ লঙ্কা।বিক্রির নিরিখে এই বইগুলিও আকাশচুম্বি।২০২০ তে লিজেন্ট অফ সুহেলদেব। গত ২৯ আগস্ট ২০২৫ এ বইটির প্রচ্ছদ মুক্তির ঘটনার দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। পুরাণ ও ইতিহাসের যুগ্ম বিন্যাসে এক নতুন পথের পথিক আমিশ ত্রিপাঠী বেশকয়েকটি নন ফিকশন গ্রন্থও নির্মাণ করেছেন। ভারতীয় নটি ভাষায় ছাড়াও ফ্রেঞ্চ , পোলিশ ছাড়াও আরও দুটি বিদেশীর ভাষায় বই জনপ্রিয়তার শীর্ষে।

মুলত ইতিহাসনির্ভর অথচ হিন্দু ও বৈদিক দর্শনের মিশেলে আমিশ ত্রিপাঠী ২০২২ সালে কলকাতায় এসে মহাভারত কাব্যের আধারে নিজের নির্মাণের ঘোষণার করেছিলেন। মিথলজি শব্দে আপত্তি লেখকের। বিষয়টি আরও স্পষ্ট করলেন সোমবার ৮ ডিসেম্বর কলকাতায় অক্সফোর্ড বুকে স্টোরে আয়োজিত এ পি জে কলকাতা লিটারারি ফেস্টিভাল উপলক্ষে কার্টেন রেইসার অনুষ্ঠানে এসে। সঞ্চালক ছিলেন ইতিহাস ও ইংরেজি সাহিত্যের শিক্ষিকা প্রিয়দর্শিনী গুহ।

এদিনের অনুষ্ঠানের প্রথম পর্যায়ে আলোচিত হলো এ পি জে কলকাতা লিটেরারি ফেস্টিভ্যালের অতি স্মৃতিচারণ ও নতুন বছরের অনুষ্ঠানের রূপরেখা। ফেস্টিভালে কলকাতার হাজার চুরাশি’র মা সহ সমাজজীবনের বহু রচনার লেখিকা মহাশ্বেতা দেবীর জন্ম শতবর্ষের আগাম শ্রদ্ধা স্মরণ। থাকবে মুম্বাই চলচ্চিত্র জগতের শ্রদ্ধেয় রাজ খোসলা, ইউরোপিয়ান লেখিকা ইঙ্গেবর্গ বাখম্যান যিনি রুথ কেলার ছদ্মনামে লিখতেন জন্মশতবর্ষে স্মরণে তিনজনের ওপর তিনটি গ্রন্থ। থাকবে শশী থারুরের একটি নতুন গ্রন্থের প্রকাশ।

প্রতিবছরের মত এবারেও রায়ের সাহিত্য উৎসবে থাকবে মাইথলজি, ক্রাইম, রোমান্স, ওয়েলনেস, মিডিয়া, লিডারশিপ, ফুড কালচার ও সুপার ন্যাচারাল, হিস্ট্রি, জেন্ডার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা।

এছাড়াও ১১ তম এ পি জে জিৎ পাল মেমোরিয়াল লেকচারে অংশ নেবেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, লেখক, প্রাক্তন আমলা পাবন কুমার বর্মা ঘোষিত হবে অক্সফোর্ড বুক স্টোরের বইয়ের সেরা প্রচ্ছদের পুরষ্কার ঘোষণা। এ পি জে সুরেন্দ্র গ্রুপের ডিরেক্টর প্রীতি পাল জানালেন, সমাজজীবনে উন্নতির প্রধান ধাপ শিক্ষা।শেয়ার শিক্ষা তখনই পূর্ণতা পায় যখন তা সাংস্কৃতিক তাৎপর্য বহন করে।এ পি জে গ্রুপ ও অক্সফোর্ড বুক স্টোর একসূত্রে কাজ করে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *