
দিগদর্শন ওয়েব ডেস্ক: ,১৯৮৪ সালের ২ ডিসেম্বর রাত্রে ভূপালে ঘটেছিল মর্মান্তিক গ্যাস দুর্ঘটনা। হাজার হাজার মানুষ ঘুমের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। বহু মানুষ আক্রান্ত হন।করে জির আজও রয়েছে বংশানুক্রমে ভবিষ্যত প্রজন্মের মধ্যে। রাষ্ট্র তাই প্রতি বছর ২ ডিসেম্বর দিনটি স্বাস্থ্য , বাস্তুতন্ত্র ও দূষণের ক্ষতিকারক দিক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির কারণেজাতীয় দূষণ প্রতিরোধের দিবস পালন করার সিদ্ধান্ত নেয়।
গত ৩ ডিসেম্বর সকালে কলকাতার রবীন্দ্র সরোবর লায়ন্স সাফারি পার্কে এই উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করে সমাজসেবী সংস্থা ফ্লোরেন্স। পরিবেশ দূষণ রোধে প্রধান সহায়ক প্রকৃতিকে সবুজ রাখা। তাই বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব উত্তর কলকাতার চেয়ারম্যান অশোক মেহতা, সম্পাদক এস এস রাজপুত ও প্রাক্তন সহ সভাপতি মোহন আগরওয়াল।
ফ্লোরেন্স সংগঠনের তরফে শ্রেষ্ঠা গাঙ্গুলি এই অনুষ্ঠানটি সফল করে তুলতে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্ব, স্বেচ্ছাসেবক ও সংগঠনের উৎসাহী দূষণবিরোধী যোদ্ধাদের অভিনন্দন ও ধন্যবাদ জানান।
