ক্যালকাটা বয়েজ স্কুল পালন করলি শীতকালীন কার্নিভাল ২০২৫

****

দিগদর্শন ওয়েব ডেস্ক: কার্নিভালশব্দটির নিয়ে বিভার্নটির আছে। ল্যাটিন শব্দ কার্নে লেন্টর অর্থাৎ মাংস ত্যাগ। ইতালিতে কার্নে লিভারে। রোমান ক্যাথলিক দেশগুলি একটি বিশেষ উৎসবের মাংস খাওয়া থেকে বিরত থাকার উৎসবে পালন করে উৎসবের মধ্য দিয়ে। যা পালিত হয় রোমান ক্যাথলিক অর্থোডক্স দেশগুলিতে। প্রোটেস্ট্যান্ট খ্রিষ্টান সমাজ পালন করে না। যেমন ডেনমার্ক। এমনকি আমেরিকাতেও শুধুমাত্র ক্যাথলিক সম্প্রদায়ের এলাকাগুলিতে কার্নিভাল অনুষ্ঠিত হয়। ৪০ দিনের এক উৎসবে কৃচ্ছসাধন করে শীতকালীন আনন্দ উৎসবে খানাপিনা করেন।

মধ্য কলকাতার ঐতিহ্যবাহী ক্যালকাটা বয়েজ স্কুল তাঁদের স্কুলে প্রাঙ্গনে ২৮ নভেম্বর পালন করল কার্নিভাল ২০২৫। ক্যালকাটা বয়েজ স্কুল ইংল্যান্ডে প্রোটেস্ট্যান্ট মেথডিস্ট চার্চের অধীনে। মেথডিজম সেখানে শুরু হয় ১৬ শতকে এক সংস্কার আন্দোলনের মাধ্যমে। সেখানে ক্যাথলিক উৎসব কি করে পালিয়ে হয় বোধগম্য নয়। কিন্তু এমন স্ববিরোধী ঘটনা বিশ্বের বহুপ্রান্তেই ঘটে। তবে সাধারণ প্রোটেস্ট্যান্ট সমাজের সঙ্গে মেথোডিস্ট চার্চের কিছু পার্থক্য আছে।

ক্যালকাটা বয়েজ স্কুল আয়োজিত এই ঋতু উৎসব পরিচালিত হলো স্কুলের প্রিন্সিপাল রাজা ম্যাকগীর নেতৃত্বে। কার্নিভাল উৎসবের সূচনা করেন স্থানীয় সাংসদ সুদীপ বন্দোপাধ্যায় ও স্থানীয় বিধায়ক নয়না ব্যানার্জি। মূল মেলার প্রবেশদ্বার উদ্বোধন করে এবং ফানুশ উড়িয়ে সাংসদ সুদীপ বন্দোপাধ্যায় বলেন কলকাতা শহরে ঐতিহ্যের স্কুলে প্রথম শরতের ক্যালকাটা বয়েজ। বিভিন্ন ক্ষেত্রে স্কুলের সাফল্য গর্বের কারণ। স্কুলের প্রিন্সিপাল রাজা ম্যাকগী বলেন, বার্ষিক ধারাবাহিক ঐতিহ্যেআমরা এই কার্নিভাল উদযাপন করি। এই উৎসব থেকে সংগৃহীত অর্থ স্কুলের সফল ছাত্রদের বৃত্তি দিতে খরচ হয়। স্কুলের ছাত্র ও অভিভাবকদের উপস্থিতিতে এই কার্নিভাল আসন্ন বড়দিনের উৎসবের সূচনা নির্দেশে করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *