লায়ন্স ক্লাব অফ কলকাতা গ্র্যান্ড আয়োজিত শিশুদের ক্যানসার সংক্রান্ত সচেতনতার প্রচারে দি প্রীতম লায়নাথন২.০

*****

দিগদর্শন ওয়েব ডেস্ক: বিশ্বজুড়ে শিশুরা বিপুল পরিমাণে আক্রান্ত হচ্ছে ক্যান্সারে।ভারতও সেই তালিকায়। আগামী ৭ ডিসেম্বর দক্ষিণ কলকাতার ৫ কিলোমিটারব্যাপী এক পদযাত্রার আয়োজন করেছে লায়ন্স ক্লাব অফ কলকাতা গ্র্যান্ড। দি প্রীতম লায়নাথন ২.০। এই উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক বৈঠকে লায়ন সভাপতি অজিত বয়েড জানান,সমষ্টিগত উদ্যোগেই একমাত্র শিশুদের ক্যানসার থেকে রক্ষা করা সম্ভব।

চেয়ারপার্সন লায়ন নিতু বয়েড বলেন, সংগঠনের কর্মসূচিতে হাজার জন সুযোগ বঞ্চিত শিশুদের বিনামূল্যে সার্ভাইক্যাল ভ্যাকসিন দেওয়ার লক্ষ্য রাখা হয়েছে।সংগঠনের সচিব সুশীল সোনি বলেন, এই ম্যারাথন আশা, দৃঢ়তা, ও ঐক্যের প্রতীক। ভান্ডারী লায়ন গিরিরাজ চন্দক বলেন, এই পাঁচ কিলোমিটার দৌড় ম্যারাথন সমাজসেবার ক্ষেত্রে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে। সংগঠনের তরফে সাধারণ মানুষকে শিশু ক্যান্সার প্রতিরোধের সচেতনতার ম্যারাথনে যোগ দিতে আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *