হাওড়া বাঁধাঘাট গঙ্গাতীরে গঙ্গা আরতি ও দেব দীপাবলী পালিত হলো শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দিরে

দিগদর্শন ওয়েব ডেস্ক : বুধবার দেব দীপাবলির ও গঙ্গা আরতি অনুষ্ঠান পালিত হলো হাওড়া বাঁধাঘাট গঙ্গাতীরে শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দিরে। আলোর মালায় সজ্জিত মন্দির প্রাঙ্গনে এক অধ্যাত্বিক পরিমণ্ডলে হাজার প্রদীপে মন্দির চত্ত্বর হয়ে ওঠে এক পবিত্র উৎসব পরিবেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি চিদানন্দ মুনি সরস্বতী জী ঋষিকেশের পরমার্থ নিকেতনের সভাপতি হিসেবে বিশেষ কাজের ব্যস্ত থাকায় না আসতে পারলেও শুভেচ্ছাবাণী পাঠিয়েছিলেন
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমামী গ্রুপের চেয়ারম্যান ও মন্দিরের ট্রাস্টি রাধেশ্যামজী গোয়েঙ্কা , লক্ষ্মী নিবাস বাঙলার ও অলকা বাঙলার।


সন্ধ্যায় আয়োজিত ভজন , কীর্তন ও হোম যজ্ঞ পরিচালনার করেন ঋষিকেশ থেকে আগত আচার্য দিলীপজী এবং মন্দিরের সংস্কৃত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এক মন্ত্রোচ্চারণ পর্ব পরিচালনা করেন শান্তিদেবী ইন্টারন্যাশনাল বৈদিক স্কুলের অধ্যক্ষ আচার্য রামরূপ মিশ্র। সহযোগিতায় ছিলেন দশজন তরুণ বৈদিক পণ্ডিত।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্দিরের মুখ্য ট্রাস্টি সুধীর জালান বলেন,৭২ বছর আগে হিন্দু ধর্মের চিরন্তন মূল্যবোধকে সংরক্ষণ ও প্রচারের জন্য প্রয়াত শেঠ বংশীধর জালান স্মৃতির মন্দির গড়ে তোলেন। সাম্প্রতিক কালের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ কমপ্লেক্স এক অনন্য নির্মাণ। যেখানে ভক্তরা এক স্থানে দ্বাদশ লিঙ্গের পুজোর সুযোগ পান। গঙ্গার ঘাটে ৬১ ফুট উচ্চতার এক শিবমূর্তি পূর্ব ভারতের অন্যতম বৃহত্তম শিবমূর্তি। শেষপর্বে গঙ্গা আরতি হয় হাজার ভক্তের প্রদীপ প্রজ্জ্বলন ও মন্ত্রপাঠের মধ্য দিয়ে। এই উৎসব এবার তৃতীয় বছরে পদার্পণ করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *