
******
দিগদর্শন ওয়েব ডেস্ক : ভারত সেবা আশ্রম। দেশের অধ্যাত্ববাদ ও সমাজসেবায় এক ঐতিহ্যের নাম।১৯০৭ সালে ব্রিটিশ শাসনে পরাধীনতার গ্লানি দূর করতে সংগঠনের প্রতিষ্ঠা করেন স্বামী প্রণাবানন্দ।১১৮ বছরের এই সংগঠনের প্রাণপুরুষ স্বামী প্রণবানন্দ ব্রিটিশ শাসনের গ্লানি দূর করতে স্বাধীনতার সংগ্রামে অংশ নিয়ে দুবার কারারুদ্ধ হন। তাঁর উপলব্ধি হয়, চেতনার উন্মেষ না হলে স্বাধীনতার তাৎপর্য মানুষ অনুভব করতে পারবেন না । হিন্দু অধ্যাত্ত্ববাদ প্রচারে তিনি সমাজসেবাকে অগ্রাধিকার দেন। তাঁর প্রয়াণ ঘটে ১৯৪১ সালে। ততদিনে সংগঠন মহীরুহে পরিণত হয়েছে। খরা,বন্যায় দুর্গতদের পাশে সাম্প্রদায়িকতার ঊর্ধের উঠে এই সংগঠন জনসেবার শিবসেবা করে আসছে।

রবিবার দক্ষিণ কলকাতায় যোগেশ মাইম মঞ্চে বিকেলে উদ্বোধন হলো প্রণাবাঞ্জলি অ্যাপ। পাশাপাশি আর একটি নতুন ইউটিউব চ্যানেল যুগের প্রণববাণী। সংগঠনের পক্ষেজানানো হয়, যুগাবতার শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজের নবরূপে আবির্ভাব ও তাঁর দিব্যজীবনচর্চাকে সমাজ জীবনে প্রতিষ্ঠা করার্র লক্ষ্যে এই ডিজিটাল মাধ্যম শুরু করা। ইতিমধ্যে বহু বিদগ্ধ সন্ন্যাসী ও পণ্ডিত স্বামী প্রণবানন্দকে শ্রদ্ধা জানিয়ে বহু গান সৃষ্টি করেছেন।

আগামী প্রজন্মের কাছে স্বামী প্রণবানন্দের আদর্শকে পৌঁছে দিতে আশীর্বাদধন্য আচার্য অনুভব হাজরার কথায় ও আচার্য সঞ্জয়ের চক্রবর্তী সুরে ২০টি বাংলা ও একটি হিন্দি গান কিছু প্রতিভাবান শিল্পীদের কন্ঠে নির্মিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ভারত সেবাশ্রমের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দজী এই উদ্যোগের উদ্বোধন করেন। তিনি তাঁর ভাষণে বলেন, সঙ্গীত একটি আরাধনা। সংঘের বাণী ও সংঘের হিন্দু মিলনের বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে সহায়ক হবে। সংগীতাঞ্জলিতে কন্ঠে দিয়েছেন সঞ্জয় চক্রবর্তী, রেশমি চক্রবর্তী , প্রাঞ্জল বিশ্বাস, বিশাখ জ্যোতি, সৌরিক, অয়ন্তিকা, কিঞ্জল চট্টোপাধ্যায় , সৃজন চট্টোপাধ্যায়, অঙ্কন অঙ্কিতা প্রমুখ। ১ নভেম্বর অ্যাপ ও ইউটিউব চ্যানেল মুক্তি পাবে।
