বেশ্যার বারমাস্যা

পর্ব:১৫৯

মোবাইলে পর্ণ দেখার এখন ছোটদের কাছে জলভাত।

সুজিৎ চট্টোপাধ্যায়: যৌনতার আমোদ এখন আর গণিকাসঙ্গে আবদ্ধ নেই। এসে গেছে হাতে হাতে স্বর্গ। মোবাইলে ৮ থেকে ৮০ ভিডিও পর্ণ দেখছে যখন খুশি।একটা সময় ছিল ভিডিও ক্যাসেটে থ্রি এক্স পর্ণ দেখার কি কৌতূহল। উৎসবের মরশুমে ২০ টাকা ভাড়ার ক্যাসেটের দাম উঠত ১০০ টাকা। এখন তো বিকল্প আরও কিছু এসে গেছে। এসেছে সেক্স টয়। রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রীর বান্ধবীর ঘরে থেকে মিলেছে নানা রকমের সেক্স টয়। চিন -জাপান তো আরও এগিয়ে। পুরুষ বা নারী সঙ্গীর বিকল্প রোবট মিলছে গাঁটের কড়ি খরচ করলে।অনেক তো আর বিয়ে করার প্রয়োজনও বোধ করছে না। কোনো সামাজিক , মানবিক ,আর্থিক দায়বদ্ধতা নেই।একবার খালি খরচ করে কেনা। গণিকাদের অনেকেই ব্যবসায়িক মার খাচ্ছেন।

প্রাচীন যুগের সম্ভ্রান্ত পরিবারের মেয়েটার যৌনতার্ট প্রয়োজনে ব্যবহার করত সেক্সটয়।

সমীক্ষায় উঠে এসেছে, সেক্স টয়ের প্রচলন আজ নতুন নয়। নতুন আবিষ্কারের জানা গেছে,২ হাজার বছরআগেই মেয়েরা পুরুষের যৌনাঙ্গের আকৃতির কাঠের ডিলডো ব্যবহার করত। এক বিদেশি সংবাদ মাধ্যম জানিয়েছে,১৯৯২ সালে ইংল্যান্ডের নর্থম্বারল্যান্ডের ভিন্ডোল্যান্ডে অবস্থিত একটি রোমান দুর্গে একটি ছ ইঞ্চির দীর্ঘ নলাকৃতির কাঠের বস্তুটি উদ্ধার হয়। প্রথমে ভাবা হয়েছিল, হয়ত সেলাইয়ের উদ্দেশ্যে বস্তুটি ব্যবহৃত হতো। কিন্তু একদল ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক দাবি করেছেন , বস্তুটি আসলে সেক্সটয়। সেকালের রাজ পরিবারের মেয়েরা ব্যবহার করত যৌনতৃপ্তির জন্য।

জাপানে সেক্সডল এখন নতুন প্রজন্মের শয্যাসঙ্গী।

প্রত্নতাত্ত্বিক দলের অন্যতম ড: রব কলিন্স বিশদ চর্চা করে জানিয়েছেন, রোমান ও গ্রীক নারী পুরুষেরা যৌনতার জন্য বিভিন্ন বস্তু ব্যবহার করত অনেক আগেই তা আবিষ্কার হয়েছিল। এই বস্তুটিও তেমন কিছু। এই মুহূর্তে সেক্স টয় শুধু সিলিকনের পুতুল হয়ে নেই। এ আই প্রযুক্তিতে স্পর্শ ও সঙ্গীর মানসিক চাহিদা ও শারীরিক চাহিদা পর্যবেক্ষণ করে পরিষেবা দিচ্ছে। এখন মানবতাবাদী সংগঠন দাবি জানাচ্ছে, মানুষের মতোই যদি সেক্স রোবট হয়ে থাকে তাহলে ব্যবহারিক ক্ষেত্রে তাদের সম্মতি নিতে হবে। শোনা যাচ্ছে, একটি পুতুলের দাম এখনও খুব চড়া। তাই সেক্স টয়ের পতিতালয় গড়ে উঠছে। ফলে যৌন পুতুলের পরিষেবা এখন অনেক সস্তা হয়ে যাচ্ছে। আমাদের দেশে অনলাইনে অনেক নারী পুরুষ এই সেক্স টয় কিনছেন। সেদিন আর বেশি দেরি নেই ,অন্তত যৌনতার ব্যাপারে দেশে আচ্ছে দিন এসে গেল বলে। (চলবে)

পরবর্তী পর্ব সোমবার,২৭ অক্টোবর,২০২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *