বাংলায় স্নায়ু ও শিরদাঁড়া সংক্রান্ত রোগের বিশ্বসেরা চিকিৎসা দিতে এসেছে এ্যাস্টার সি এম আই হাসপাতাল

*****

দিগদর্শন ওয়েব ডেস্ক: সমীক্ষায় প্রকাশ, বিশ্বে হৃদরোগীর চেয়ে বাড়ছে স্নায়ুসংক্রান্ত রোগী। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট ফর হেল্থ ম্যাট্রিক্স অ্যান্ড ইভালুয়েশন বিশ্বের জনসংখ্যার ভিত্তিতে যা প্রায় ৫০ শতাংশ। বলে জানিয়েছে।২০২১ এ এক সমীক্ষায় যে তথ্য উঠে এসেছে যেখানে বলা হয়েছে, বিগত তিন দশকে স্নায়বিক রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে ৫৯ শতাংশ। কারণ প্রথম বিশ্বের গুটিকয়েক দেশ ছাড়া সর্বত্র জনসংখ্যা বৃদ্ধি ও আয়ু বাড়ার ফলে বার্ধক্যজনিত অসুখের সংখ্যা বাড়ছে।

ভারতেও স্নায়ুরোগীর সংখ্যা দিনদিন বাড়ছে। ফলে স্নায়ুর চিকিৎসক ও শল্য চিকিৎসকের সংখ্যাও বাড়ছে। বেসরকারি হাসপাতালে শয্যাসংখ্যার ভিত্তিতে যে পর্যায়ক্রমের স্বীকৃতি দেওয়া হয়, সেই হিসেবে অ্যাপেলো হাসপাতালের পরেই দক্ষিণ ভারতের ব্যাঙ্গালুরু এ্যাস্টার সি এম আই হাসপাতাল।পরিষেবার ক্ষেত্রে নিউরো সার্জারি ও স্পাইন ক্লিনিক হিসেবে এই বেসরকারি হাসপাতালের নাম বিশ্বজুড়ে। স্পাইন ও নিউরো রোগের চিকিৎসার জন্য বাংলার বহুরোগী ব্যাঙ্গালুরুর অ্যাস্টার সি এম আই হাসপাতালে যান। এখন মুশকিল আসান করতে হাসপাতাল কর্তৃপক্ষ প্রায় তিরিশ হাজার অপারেশনের অভিজ্ঞতাসম্পন্ন শল্য চিকিৎসক ডা: রবি গোপাল বর্মাকে বাংলার রোগীদের পরিষেবার জন্য কলকাতায় পাঠিয়েছেন।

ডা: বর্মা সাংবাদিকদের সঙ্গে একটা সাক্ষাৎকারে জানালেন, কলকাতায় খুব দ্রুত স্পাইন ও নিউরোরোগীদের বিশ্বের সেরা প্রযুক্তিতে পরিষেবা দিতে আসছে। প্রাথমিক স্তরে কলকাতায় খুলতে চলেছে ক্লিনিক। এই মুহূর্তে কলকাতার দমদমে নাগেরবাজার অঞ্চলে সুরক্ষা ডায়াগনস্টিকে রোগীরা ৯৭৪৮৭২৯৬২৮/৭৭৭৯৫৮৪৬৮০৮ নম্বরে যোগাযোগ করতে পারেন । ডা: রবি গোপাল বর্মা জানালেন, স্নায়ু সংক্রান্ত কোনো সমস্যা মনে হলে সাধারণ চিকিৎসা নয়,একজন যোগ্য স্নায়ুর চিকিৎসকের পরামর্শ নিন । সময় একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রাথমিক অবস্থাতে রোগ শনাক্ত হলে অপারেশনের প্রয়োজনীয়তা নাও হতে পারে। বিশেষত পারিবারিক স্নায়ুরোগ ও মধুমেহ রোগীদের বিশেষ সতর্কতা অবলম্বন করে উচিত। এখন আর সেদিন বেশি দূরে নয়, যেদিন এই বিশ্বসেরা হাসপাতাল কলকাতা শাখায় স্পাইন ও নিউরো চিকিৎসা একটি মাইলস্টোন হয়ে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *