*******
দিগদর্শন ওয়েব ডেস্ক : নিজেকে অনুসন্ধান করার জন্য ঐতিহ্য হচ্ছে একটি মন্ত্র। এটি আমাদের শিকড়ে ফেরার আহ্বান জানায় ।বলেছিলেন মহাত্মাগান্ধী। উইস্টন চার্চিল বলেছিলেন, ঐতিহ্য হলো একটি শক্ত ভিত্তি।যা আমাদের ভবিষ্যৎ তৈরিতে সাহায্য করে।কলকাতায় উদীয়মান ব্যবসায়িক প্রতিষ্ঠান আদিত্য গ্রুপের বর্তমান প্রজন্ম সেই ঐতিহ্য মেনেই পারিবারিক তিনশ বছরের কালী পুজোর আয়োজন করে শক্তির আরাধনা করে চলেছেন। দমদমে নাগেরবাজারে নিজস্ব বাসস্থানে এবারেও আয়োজন হয়েছিল একটি আড়ম্বরপূর্ণ পুজো। পারিবারিক গণ্ডির মানুষজন ছাড়াও নিজস্ব প্রতিষ্ঠানগুলির সদস্যদের সঙ্গে নিমন্ত্রিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।
লাল ও সোনালি রঙের যুগল মেলবন্ধনে একটি থিম গড়ে তোলা হয় পুজোমণ্ডপ ঘিরে। শক্তির প্রতীক লাল, ঐশ্বর্যের প্রতীক সোনালি ,অলংকৃত আলপনা, আলো ও সাংস্কৃতিক মঞ্চে রুচিসম্পন্ন সঙ্গীত পরিবেশন উপস্থিত নিমন্ত্রিতদের দৃষ্টি আকর্ষণ করে। আদিত্য গ্রুপের চেয়ারম্যান অনির্বাণ আদিত্য বলেন, আমাদের মূল লক্ষ্য শিকড়কে সম্মান জানিয়ে বঙ্গ সংস্কৃতিকে রক্ষা করা। এবছরের থিম ভারসাম্যের প্রতীক ভক্তি ও নান্দনিকতার মেলবন্ধনে ঐতিহ্য ও আধুনিকতাকে মেলে ধরা। আদিত্য গ্রুপের ভাইস প্রেসিডেন্ট পরিবারের অন্যতম সদস্য অঙ্কিত আদিত্য বলেন, প্রতি বছর থিম বজায় রেখে আমাদের বৃহত্তর পরিবারকে একসঙ্গে প্রীতির আলিঙ্গনে বেঁধে রাখাআমাদের লক্ষ্য।
আদিত্য গ্রুপের সি ই ও কস্তুরী কেজরিওয়াল বলেন, আদিত্য পরিবারের পুজো আমাদের কাছে একটি নিছক আনন্দ অনুষ্ঠান নয় , একটি অনুভব। যা প্রজন্মকে একসূত্রে বেঁধে রাখে। দেওয়ালি ও কালীপুজোর একটি যৌথ অনুষ্ঠানে বহু মানুষের উপস্থিতি আদিত্য পরিবারের পরিবারিক উৎসবকে সফল করে তোলে।