১৫ বছর বয়স পর্যন্ত শিশুদের বাজিতে আঘাত ? বিনামূল্যে চিকিৎসার সুযোগ দিচ্ছে এ এস জি আই হসপিটাল

*****

দিগদর্শন ওয়েব ডেস্ক: ২০১৬ থেকে ভারতে এ এস আর আই হসপিটাল চক্ষুরোগের অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা দিচ্ছে । এই মুহূর্তে দেশে প্রায় ১৭০ টি শাখা আছে। বিশ্বের তৃতীয় ও ভারতে দ্বিতীয় বৃহত্তম হাসপাতাল। হাসপাতাল কর্তৃপক্ষ কলকাতায় গড়ে তুলেছেন তিনটি চক্ষু হাসপাতাল। লেকটাউন,কামারহাট ও টালিগঞ্জ ফাঁড়িতে।

সোমবার বিকেলে লেকটাউন হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে একটি সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে ডা: কিশোরকুমার ভাটওয়ানি, ডা: কৌশিক বসু, ডা: অতনু বর ও সুদীপ মণ্ডল জানালেন, প্রতি বছর দেওয়ালিতে দেশজুড়ে হাজার কয়েক শিশুর অসাবধানতায় বাজির আঘাতে চোখ ক্ষতিগ্রস্থ হয়। দ্রুত চিকিৎসা না হলে অন্ধত্ব আসতে পারে।

তাই এই বছর আগামী ২৪ অক্টোবর’২৫ সময়সীমার মধ্যে ১৫ বছর পর্যন্ত শিশুদের বাজির আঘাতজনিত চিকিৎসা ও প্রয়োজনেআঘাতজনিত যে কোনও অপারেশনের ব্যবস্থা করেছে বিনামূল্যে। প্রবীণ চিকিৎসক কিশোররকুমারি ভাটওয়ানি জানালেন, ২৪ ঘণ্টা তাঁর ফোন খোলা থাকে।চক্ষু সংক্রান্ত যে কোনও জরুরি পরিষেবার জন্য যে কেউ ফোন করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *