সল্টলেক ই ই ব্লক ইউথ গ্রুপ এবার শুরু করল প্রথম কালীপুজো

*****

দিগদর্শন ওয়েব ডেস্ক: সল্টলেকের ই ই ব্লক ইউথ গ্রুপ এবছর প্রথম আয়োজন করল কালীপুজো ।তবে আর্থিক দায় সামলেছেন ক্লাবের সদস্য এবং শুভানুধ্যায়ীরা। গত সাত বছর ধরে সরস্বতীর পুজো যেমন হয়ে আসছে তেমন ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট , তেমন বাঙালির সাংস্কৃতিক ধারার ঐতিহ্যকে ধরে রাখতে নাচ, গান ও আঁকা শেখার পাঠক্রম পরিচালিত হয়। এবারের প্রথম কালীপুজোর আয়োজনে পুজোয় উদ্বোধন করলেন অভিনেত্রী দেবলীনা কুমার। প্রধান অতিথি রাজ্যের মন্ত্রী সুজিত বোস।স্থানীয় পুরমাতা আইনজীবী তুলসী সিনহা রায়, সঙ্গীত পরিচালক রকেট মণ্ডলও ছিলেন আমন্ত্রিত ব্যক্তিত্ব।

নিজস্ব সংগঠনের সদস্য ও হিতৈষীদের আর্থিক অনুদানে আয়োজিত প্রথম বর্ষের কালীপুজোর আয়োজনে দেবীমূর্তির উন্মোচনের সুযোগ পেয়ে আপ্লুত অভিনেত্রী দেবলীনা কুমার। বিধাননগর মেয়র পরিষদের সদস্য , আইনজীবী তুলসী সিনহা রায় বলেন, ই ই ব্লকের এই পুজো আন্তরিকতায় পারিবারিক মিলন ক্ষেত্রে পরিণত করেছে। আমি এঁদের সঙ্গে সঙ্গে আছি।

ছবি: রাজেন বিশ্বাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *