
******
দিগদর্শন ওয়েব ডেস্ক : সানরাইজ গুঁড়ো মশলার ঐতিহ্য বাংলায় নতুন নয়।যুগের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন মশলার বিপণন করছে এই সংস্থা। ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেতাআবির চট্টোপাধ্যায়। এবার সানরাইজ আয়োজন করেছে উমার সঙ্গে সেলফি। পছন্দের যে কোন মণ্ডপে দেবীর সঙ্গে নিজের সেলফি ঘরে বসে পেয়ে যাবেন বাংলার জ্যান্ত উমারা। একটি কিউ আর কোড স্ক্যান করলেই।
এই ডিজিটাল পর্বের আনুষ্ঠানিক সূচনা করলেন প্রেসক্লাবে সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর আবীর চট্টোপাধ্যায়। করলেন ছেলেবেলার স্মৃতিচারণ। ব্র্যান্ড কর্তৃপক্ষের পক্ষে জানানো হলো নিত্য নতুন মশলা , পাঁপড় ও অন্যান্য দ্রব্য যুগের সঙ্গে তাল মিলিয়ে উৎপাদন করছে সানরাইজ।
