
*****
দিগদর্শন ওয়েব ডেস্ক : ডিসান হাসপাতালের উদ্যোগে দক্ষিণ কলকাতার কিছু নির্বাচিত পুজো মণ্ডপে প্রবীণদের একটি দল পুজো পরিক্রমায় মাতলেন তৃতীয়ার সকাল থেকে। পরিক্রমা শেষ হয় রাজডাঙ্গা নব উদয় সংঘ মণ্ডপে। পুজো পরিক্রমায় প্রবীণদের কথা ভেবে সঙ্গে ছিল একটি মেডিকেল টিম ও একটি অ্যাম্বুলেন্স। লৌহ যুগের সূচনাতেই নারী পুরুষ যৌথ উদ্যোগ নিয়েছিল মানব সভ্যতার বিকাশে সেই রূপ পরিকল্পনা ছিল এবারের আয়োজনে। পুজো দেখতে বেরিয়ে পড়া প্রবীণ প্রবীণদের দর্শনীয় মণ্ডপ তালিকায় ছিল বোসপুকুর শীতলা মন্দির, হিন্দুস্থান পার্ক, বালিগঞ্জ কালচারাল এসোসিয়েশন , সমাজসেবী সংঘ।
রাজদাঙ্গা নব উদয় সংঘে সংবর্ধিত হন পুজো দেখতে আসা প্রবীণ নাগরিকদের দল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেপুটি কমিশনার বিদিশা কলিতা, কসবা পুলিশ স্টেশন, কসবা ট্রাফিক গার্ড ও গড়িয়াহাট থানার আধিকারিকেরা। ডিসান হাসপাতালের সি ই ও শাওলি দত্ত বলেন, দুর্গাপুজোর উৎসবে প্রাণশক্তি কমে আসায় প্রবীণ প্রবীণা নাগরিকেরা সেবনের উপভোগ করতে পারেন না। আমরা তাঁদের সঙ্গে পরিক্রমায় বেরিয়ে মানসিক উৎসাহযুগিয়ে সামাজিক কর্তব্য পালন করি।
।
