সহায় ফাউন্ডেশন ও ঝলক ইনফোটেনমেন্ট যৌথ উদ্যোগে মিউজিক ভিডিও বলো দুগ্গা মাঈ কি

দিগদর্শন ওয়েব ডেস্ক : কিবদন্তী অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, গৌরব চ্যাটার্জি, সুস্মিতা চ্যাটার্জি, জন ভট্টাচার্য, রূপসা মুখোপাধ্যায়, রেজওয়ান, প্রদীপ ভট্টাচার্য অভিনীত বলো দুগ্গা মাঈ কি মিউজিক ভিডিওর শুটিং হলো সম্প্রতি উত্তর কলকাতার বনেদি পাথুরিয়া ঘাটা রাজবাড়িতে।

মিউজিক ভিডিওর পরিচালক ও সুরকার দেবাঞ্জন। বহুরূপী ছবির জনপ্রিয় গান ডাকাতিয়া বাঁশির কণ্ঠশিল্পী শ্রেষ্ঠা দাস কন্ঠ দিয়েছেন গানে। গীত রচনা করেছেন সোমরাজ দাস। মিউজিক ভিডিওটি প্রকাশ করবে সারেগামা ইন্ডিয়া।

সহায় ফাউন্ডেশন একটি সমাজসেবামূলক সংস্থা হিসেবে প্রান্তিক মানুষদের সহায় হিসেবে পাশে দাঁড়ায়। পাশাপশি নতুন প্রজন্মের প্রতিভা অন্বেষণের ব্রত পালন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *