মধুসূদন মঞ্চে এবং গঙ্গারাম মঞ্চস্থ করল সমীক্ষণ

*****

দিগদর্শন ওয়েব ডেস্ক: শনিবারের সন্ধ্যা। দক্ষিণ কলকাতার মধুসূদন মঞ্চে উত্তর কলকাতার ৪৭ বছরের ঐতিহ্যের প্রতীক সমীক্ষণ নাট্য সংস্থা। সুকুমার রায়ের ননসেন্স ছড়া সৎ পাত্র অবলম্বনে সুরঞ্জনা ঘটকের এবং গঙ্গারাম নাটকটি পরিচালক প্রবীণ নাট্য আন্দোলনের কর্মী পঙ্কজ মুন্সী। চার ভাই ও মা বাবাকে নিয়ে এক ক্ষয়িষ্ণু পরিবার। এঁদেরই একজন গঙ্গারাম।

নাট্যকার আজকের সমাজের প্রেক্ষিতে গঙ্গারাম চরিত্রটিকে প্রতিষ্ঠা করেছেন আরও দশজন শিক্ষিত অসহায় বেকার যুবকের প্রতিবিম্ব হিসেবে। করোনা প্রবাহের চাকরি যায়। সদ্য বিবাহিত গঙ্গারাম বাড়িতে না জানিয়ে এক অপরাধী সংস্থার চাকরির ছেড়ে ফুড ডেলিভারি বয়ের অনিশ্চিত চাকরি নেয়। কর্পোরেট সংস্কৃতির বলি হয়ে জীবনের এক কঠিন লড়াইয়ের শেষ পরিণতি হয় আত্মহত্যায়। যে আত্মহত্যা মানবিক মূল্যবোধের আত্মহত্যা। যা সুস্থ বৌদ্ধিক আত্মচেতনার আত্মহত্যা।

পরিচালক পঙ্কজ মুন্সীর মুন্সিয়ানার পরিচয় মেলে যখন তিনি প্রতিটি শিল্পীকে চরিত্রের সঙ্গে একাত্ম করে তোলেন। সহযোগী পরিচালক সমীর চন্দ্র , শেখর বেরা। সঙ্গীত সঙ্কলন সুশান্ত অধিকারী। আর্থিক সীমাবদ্ধতায় মাথায় রেখেই হয়ত মঞ্চায়নে পরিবেশ সৃষ্টির চেষ্টা করেছেন বিলু দত্ত।সে প্রচেষ্টা ব্যর্থ হয়নি। দলের অন্যতম সদস্য তপতী মুন্সী বলেন, এই প্রযোজনা সমসাময়িক সময়ের প্রতিচ্ছবি। নাট্যপ্রেমীদের অনুরোধ নাটকটি দেখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *