সমাজসেবী সংস্থা টুওয়ার্ডস লাইফ ফাউন্ডেশনস নতুন শাখা কেন্দ্র উল্টোডাঙ্গায়

****

দিগদর্শন ওয়েব ডেস্ক : আমাদের দেশ নাকি বিশ্বের পঞ্চম শক্তিধর হয়ে উঠছে । অথচ প্রদীপের নিচেই অন্ধকার। স্বাধীন ভারতে অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা দিনদিন বাড়ছে। বলা হয় সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন। সংক্ষেপে স্যাম। এই শিশুর সংখ্যা দেশে ৯.২ লাখ। কোভিড -১৯ মহামারী এই হিসেবকে আরও বাড়িয়েছে। সমাজেরই পিছিয়ে পড়া মানুষদের সন্তানদের জন্য সরকারি প্রচেষ্টা থাকলেও সেটা স্বয়ংসম্পূর্ণ নয়। ফলে বেসরকারি কিছু সমাজসেবী সংস্থা এই বঞ্চিত শিশুদের প্রয়োজনীয় সাহায্য করে থাকে।

এমনই এক সংগঠন টুওয়ার্ডস লাইফ ফাউন্ডেশন । কলকাতাসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে এই প্রান্তিক শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও কম্পিউটার শিক্ষার ব্যবস্থা করে বিনা খরচে। শিক্ষাক্রমের সময়সীমার শিশুরা পেয়ে থাকে পুষ্টিকর খাদ্য ও পূজোয় পোশাক। রবিবার সকালে উত্তর কলকাতার উল্টোডাঙ্গা অঞ্চলে উল্টোডাঙ্গা বিবেকানন্দ ক্লাবের সহযোগিতায় ক্লাব প্রাঙ্গনে ছোটদের এক চক্ষুপরীক্ষা শিবিরের আয়োজন করে এই সংস্থা। সহযোগিতায় ছিল সুশ্রুত আই ফাউন্ডেশন এন্ড রিসার্চ সেন্টার।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন অভিনেতা গৌরব চক্রবর্তী, ঋদ্ধিমা ঘোষ, বইমেলা কমিটির সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়, স্থানীয় ক্লাবের সভাপতি অধ্যাপক অচিন্ত্য কুমার বিশ্বাস, অধ্যাপক ডাঃ রাজশ্রী দাস, ই আই এল এমের চেয়ারম্যান , ডিরেক্টর অধ্যাপক ডা:আর পি ব্যানার্জি ও টুওয়ার্ডস লাইফ ফাউন্ডেশনের সি ই ও শিপ্রা ব্যানার্জি।

এদিনের অনুষ্ঠানে ছোটদের পাশাপাশি বড়দের চোখ পরীক্ষা, পঞ্চাশোর্ধ মানুষদের রক্তচাপ পরীক্ষা, চশমা প্রদান, ছানি অপারেশনের নাম নথিভুক্ত ও চিকিৎসক পরামর্শ দেওয়া হয়। টুওয়ার্ডস লাইফ ফাউন্ডেশনের সি ই ও শিপ্রা ব্যানার্জি বলেন সংগঠনের নতুন কর্মক্ষেত্র গড়ে উঠল উল্টোডাঙ্গা বিবেকানন্দ ক্লাবের সহযোগিতায়।২০০৬ সাল থেকে নিরিলোস্ট প্রচেষ্টায় এই সমাজসেবী সংগঠন নিজস্ব সর্বোচ্চ চেষ্টার দিয়ে এই সামাজিক কর্মযজ্ঞ দায়বদ্ধতা হিসেবে পালন করে এসেছে।পড়শীর ক্রমশ বাড়ছে মানুষের আন্তরিক সহযোগিতায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *