পশ্চিমবঙ্গীয় মারোয়ারীর সম্মেলন শিক্ষা কোষের উদ্যোগে ৩৫ তম উপবৃত্তি প্রদান

*

দিগদর্শন ওয়েব ডেস্ক: কলকাতার সঙ্গে মারোয়ারি সমাজের যোগ বহু প্রাচীন। স্বাভাবিকভাবেই গড়ে ওঠে পশ্চিমবঙ্গীয় মারোয়ারি সন্মেলন। এই সংগঠন গত চৌত্রিশ বছর ধরে সফল ছাত্রছাত্রীদের একটি উপবৃত্তির প্রদান করা হয শিক্ষাকোষ । এবার মধ্য কলকাতার কলামন্দির মঞ্চে আয়োজিত হয় পশ্চিমবঙ্গীয় মারোয়ারী সন্মেলনের উদ্যোগে ৩৫ তম বার্ষিক শিক্ষাকোষ। জাত, ধর্ম বর্ণ ভাষা যেখানে অন্তরায় নয়। শিক্ষা একমাত্র বিবেচ্য। আর্থিক সহায়তা ছাড়াও পোশাক, সিলেবাসের বই,স্কুলের ব্যাঘ্র বিতরণ হয় আর্থিক পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য। এবার উপকৃত হয়েছে প্রায় ১৬০০ ছাত্রছাত্রী। চেক প্রদান হয় স্কুল তহবিলে। উচ্চশিক্ষায় যাওয়ার ক্ষেত্রে এই বৃত্তি অনেকটাই সাহায্য হয়।

বিশেষ অতিথিদের তালিকায় ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, প্রাক্তন বিচারপতি শ্যামল কুমার সেন, রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, সাংসদ সৌগত রায়,ভারত সেবাশ্রমের সাধারণ সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ ও সেন্ট জেভিয়ার্স কলেজের প্রিন্সিপাল রেভারেন্ড ফাদার ড: ডোমেনিক সাভিওর। অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন শিল্পপতি ও সমাজসেবী অতুল চুড়িয়াল, দেবীপ্রসাদ কাকরানিয়া, চিত্তরঞ্জন চৌধুরী, নির্মল কুমার আগরওয়াল, সরোজ কুমার আগরওয়াল সাজন কুমার বনসল , সংবাদ মাধ্যমের কর্ণধার বিশ্বম্ভর নেওয়ার ও সমাজসেবী রতন শাহ।

সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ব্রহ্মানন্দ আগরওয়াল। তিনি বলেন ,সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সংগঠন আর্থিক দূর্বল পরিবারের সন্তানদের শিক্ষার অধিকারকে গুরুত্ব দিয়ে গত ৩৪ বছর ধরে শিক্ষাকোষের আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *