
******
দিগদর্শন ওয়েব ডেস্ক: ৪ থেকে ১৩ বছর বয়সী পনের’শ ছাত্রছাত্রীদের নিয়ে ১৭ তম রাজ্য স্তরে অ্যাবাকাস প্রতিযোগিতা হলো দক্ষিণ কলকাতার সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলের অডিটরিয়ামে। অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের অঙ্ক গণনার দ্রুততা, একাগ্রতা, নিখুঁত পর্যবেক্ষণের এই দক্ষতা প্রতিযোগিতা ছোটদের মস্তিষ্কের বিকাশ ঘটিয়ে স্মৃতি, মনোযোগ, কল্পনাশক্তির বৃদ্ধির এক বিজ্ঞানসম্মত প্রক্রিয়ার ধারণা দেয়। ভবিষ্যতে আইআইটি, জেইই ও অলিম্পিয়াডের মত আন্তর্জাতিক স্টোরীর প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি ও সাফল্যের কাছে এনে দেয়।
আগামী ২৭ জুলাই ২০২৫ কলকাতার সাইন্স সিটি অডিটরিয়ামে একটি এওয়ার্ড ও কনভোকেশন সেরিমনি অনুষ্ঠানে এই প্রতিযোগিতায় কৃতি হাজারজনকে ট্রফি দিয়ে স্বীকৃতির জানানো হবে। এছাড়াও প্রায় দেড়শ জন মেধাবী ছাত্রছাত্রীকে কনভোকেশনের মাধ্যমে সংবর্ধনায় জানানোর হবে।
ইউনিমাস ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের কার্যনির্বাহী প্রধান এন, আনন্দ বলেন, এই প্রতিযোগিতা শুধু মেধা অন্বেষণের জন্য নয়, শিশুদের মানসিক বিকাশ ও প্রারম্ভিক বিকাশের সহায়ক। বিজ্ঞানসম্মত শিক্ষণ পদ্ধতিতে শিশুদের আত্মবিশ্বাস , মনোসংযোগ ও প্রথাগত শিক্ষার প্রতি আন্তরিক আগ্রহ তৈরি করে।
পশ্চিমবঙ্গের সহায়ক প্রধান নবনীতা ভৌমিক বলেন, অসংখ্য শিশু ও তাদের অভিভাবকদের সঙ্গে নিয়ে এই কর্মযজ্ঞে আমরা ধারাবাহিক শিশু ও অভিভাবকদের আমরা নিখরচায় সচেতন করে তুলি যার ফলে ভবিষ্যত জীবনে জীবন জীবিকার লড়াইতে যেন নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে। বিশ্বের ৮০ টি দেশে ১০ লক্ষের বেশি শিক্ষার্থীদের আস্থা অর্জন করেছে ইউনিমাস।