বেশ্যার বারোমাস্যা

পর্ব: ৫০

কবি কালিদাসের কাব্যে গণিকা প্রসঙ্গে বিস্তারিত বর্ণনা আছে।

সুজিৎ চট্টোপাধ্যায় : বৈদিক যুগ থেকে বেশ্যা জীবিকার কথা উল্লেখ করতে হলে কবি কালিদাস প্রসঙ্গ এসের পড়বেই।সংগীতায় চৌধুরী তাঁর একটি প্রবন্ধটি গণিকাবৃত্তি : প্রাচীন ভারতীয় গ্রন্থে লিখেছেন,,,, ব্যক্তিগত সম্পত্তির উত্তরাধিকারীত্ব গড়ে ওঠার আগেসমাজে এই পেশার চলন।,,,,অতি প্রাচীনকাল থেকেই গণিকাবৃত্তি তার পেশাগত পরিপ্রেক্ষিত ছাড়া আরও একটি পরিপ্রেক্ষিতে পরিচিত ছিল এবং সেটি ছিল ধর্মীয় পরিপ্রেক্ষিত। সারা বিশ্বে ধর্মীয় ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে পরিগণিত ছিল। গ্রিসের ডিমিটার এবং পারসিফোন- এর অনুষ্ঠান বা থেসমোফারি নামে পরিচিত ছিল। তার প্রধান অঙ্গই ছিল এলোমেলোভাবে যৌন সংসর্গ স্থাপন।,,,,,

সিন্ধু সভ্যতায় যে ব্রোঞ্চের মূর্তি মিলেছে ঐতিহাসিকদের ধারণা সেগুলি গণিকাদের।

…….. সিন্ধু সভ্যতার যুগে গণিকাবৃত্তি ছিল কিনা সে বিষয়ে সঠিক তথ্য পাওয়া যায়নি, কারণ সিন্ধু সভ্যতার লিপিগুলির পাঠোদ্ধার করা আজও সম্ভব হয়নি। ফলে সিন্ধু সভ্যতার সামাজিক চিত্র অনেকটাই অস্ফুট, আর গণিকাবৃত্তির সঙ্গে সমাজ, অর্থনীতি ও রাজনীতির এক অভিজ্ঞ যোগসূত্র রয়েছে। তবে মহেঞ্জোদারোতে প্রাপ্ত ব্রোঞ্চের নৃত্যরতা মূর্তিটি দেখে মনে হয় যে , এটি কোনও দেবী মন্দিরে কর্তব্যরতা পতিতার প্রতিচ্ছবি, তাছাড়া ঐশ্বর্যমন্ডিতর সিন্ধুর সভ্যতায় l ধনী বণিককূলের জন্য বিখ্যাত ছিল এবং অতি সহজেই নারী ও নেশার জন্য খরচ করার ক্ষমতা রাখত।( স্বদেশচর্চা লোক , আদিরস, সেকাল – একাল, শারদ ২০১৬, পৃষ্ঠা ৫৪-৫৫)

শকুন্তলা দেবলোকের নর্তকী গণিকা মেনকার কন্যা।

এই পর্বের শুরুতেই বলেছি ভারতে বৈদিক যুগের গণিকা প্রসঙ্গে আলোচনা শুরু করলে কালিদাস প্রাসঙ্গিক। মনন মুখোপাধ্যায় তাঁর প্রাচীন ভারতের সাহিত্যে ও সমাজে যৌনতা প্রবন্ধে লিখেছেন,,,,, রতি মন্দিরবাসিনী বারাঙ্গনাদের উজ্জ্বল দেহসৌষ্ঠব ও তাদের কামনা- বাসনায় পরিপূর্ণ যৌবন মদমত্ততা কালিদাসের সাহিত্যকে সবথেকে বেশি প্রভাবিত করেছে। কালিদাসের অনবদ্য সৃষ্ট নাট্যরূপ অভিজ্ঞানম শকুন্তলম। নায়িকা শকুন্তলা স্বর্গের গণিকা মেনকার কন্যা অর্থাৎ বেশ্যার মেয়ে। কালিদাস গণিকাদের উন্মত্ত যৌবনরাগে দীপ্ত কামনা ও বাসনার কথায় তাঁর লেখনীকে প্রাণময় করেন। শকুন্তলা নাটকের সংলাপে দুষ্মন্ত বলছেন, হবে না হবে না আর তখন ওই হবে না হবে না বলার সময় শকুন্তলাকে কী সুন্দর দেখাচ্ছিল। আর তারপর সে মুখ খানা কাঁধের দিকে বাঁকিয়ে আত্মরক্ষার চেষ্টা করল, তখন কেন তাকে চুম্বন করলাম না। কেউ বাধা দেওয়ার ছিল না। ( চলবে)

পরবর্তী পর্ব সোমবার , ৭ অক্টোবর,২০২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *