দিগদর্শন ওয়েব ডেস্ক: ট্যাক্সি ভাড়ার গাড়ির ধারনা জার্মানি থেকে এলেও কলকাতায় ট্যাক্সির প্রচলন সেই ১৯০৯ সালে। ব্রিটিশ সূর্য দেশ থেকে অস্তমিত হতে শুরু করলে হিন্দুস্থান মোটর কোম্পানির আনুকূল্যে কালোহলুদ রঙের ট্যাক্সির প্রচনলন শুরু হয়। চাহিদাও বাড়ে নব্য মধ্যবিত্ত বাঙালি বাবুদের মধ্যে। ডিজিটাল ইন্ডিয়ার প্রভাবে প্রিপেড ট্যাক্সি নিয়ে হাজির বেশ কয়েকটি বেসরকারি পরিবহন সংস্থা। এদের অন্যতম ইন ড্রাইভ। এই সংস্থার বৈশিষ্ট্য , পরিবহন পরিষেবার দক্ষিণা গাড়ির চালক ও গ্রাহদুপক্ষের সমঝোতায় স্থির হয়। ফলে বয়সে নবীন হলেও ইন ড্রাইভ ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে।
ক্যালিফোর্নিয়া ভিত্তিক এই সংস্থা পৃথিবীর বহু দেশে ক্যাব পরিষেবা দিচ্ছে আন্তরিকতার সঙ্গে। শুধু ব্যবসায়িক মুনাফা নয়, ক্যাব চালক ও গ্রাহকের সম্পর্কে এক নতুন দিশা দেখানোর প্রয়াস চালায় এই সংস্থা । তারই ফলশ্রুতিতে এখন আয়োজন করা হয়েছে ক্যাব চালকের জীবনের নিরাপত্তা জনিত বিশেষ সচেতনতা শিবির। চালক ও গগ্রাহকের পথে শারিরীক নিরাপত্তার সঙ্গে ব্যবহারিক সম্পর্ককেও প্রাধান্য দেওয়া হয়েছে। এই সচেতনতা অনুষ্ঠানের প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব নিয়েছে মারুতি সুজুকি ড্রাইভিং স্কুল। ইন ড্রাইভ সংস্থার ইন্ডিয়া কান্ট্রি ম্যানেজার প্রতিম মজুমদার বলেন,গ্রাহক চালক সম্পর্ক ও রাস্তায় শারিরীক নিরাপত্তা বজায় রাখার কিছু নিয়ম শৃঙ্খলা আমাদের সংস্থার সঙ্গে জড়িত চারচাকা ও দুচাকা ক্যাব চালকদের সচেতনতা বৃদ্ধির কাজ করার সংকল্প গ্রহণ করেছি। এ পি এ সি কমিউনিকেশন লিড পবিত্র নন্দ আনন্দ বলেন, এই প্রশিক্ষণে যোগদানকারী ইন ড্রাইভ চালকেরা প্রশিক্ষণ শেষে লাভ করবেন একটি ব্যাজ ও শংসাপত্র।
পথ নিরাপত্তা জনিত অনুষ্ঠানের পাশাপাশি আমরা আমাদের চালকদের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারেওপারদর্শী করে তোলার ব্যবস্থা করছি। আমাদের অ্যাপে থাকছে একটি নিরাপত্তা বোতাম। প্রতিকূল পরিস্থিতিতে সেই বোতাম টিপলে সহজে পুলিশ বা অ্যাম্বুলেন্সের সঙ্গে যোগাযোগ করা যায়। ইন ড্রাইভ বিশ্বের ৪৬ টি দেশের ৭৪৯ টি শহরে পরিষেবায় নিযুক্ত। কলকাতায় ইন ড্রাইভ অ্যাপ পরিষেবায় মহিলাদের অংশগ্রহণের বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সংস্থা ২০৩০ এর লক্ষ্যমাত্রায় একটি সামাজিক পরিষেবামূলক সর্বোচ্চ মানবৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এই সংস্থার অন্যতম বৈশিষ্ট্য সকালে কিংবা রাতে প্রাকৃতিক দুর্যোগে মুনাফার তাগিদে গ্রাহকদের স্বার্থ ক্ষুণ্ণ করে না। গ্রাহক ও চালক দুই পক্ষ সমঝোতার মাধ্যমে নিজেরা ভাড়া নির্ধারণ করেন। এদিন মধ্য কলকাতায় এক বিলাসবহুল হোটেলে আয়োজিত অনুষ্ঠানে যেসব চালক সর্বোচ্চ ব্যাবসা করেছেন তাঁদের উৎসাহিত করতে লোভনীয় পুরষ্কার দেওয়া হয়।