ফ্লেজারগঞ্জ থেকে ফারাক্কা নৌপথে প্রচারে জীবিকা বাঁচাও মাছ বাঁচাও অভিযান
******* শ্রীজিৎ চট্টরাজ : কবি ভারতচন্দ্র লিখেছিলেন, আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে। কথাটা একটু পাল্টে বাঙালি এও বলে থাকে আমার সন্তান যেন থাকে মাছে ভাতে। এছাড়া এমনও প্রবাদ আছে , মৎস্য মারিব খাইব সুখে। কিন্তু সময় পাল্টেছে। আমার সন্তান কেন আমি নিজেই আর কতদিন মাছে ভাতে থাকব সেটা প্রশ্নবোধক চিহ্নের মুখে। আর মৎস্য মারা নয়,…