দিগদর্শন ওয়েব ডেস্ক: শুক্রবার রাত ১১ টা ৪৩ মিনিটে ৫৩ দিনের জীবন সংগ্রামে পরাস্ত হলেন অভিনেতা পার্থসারথি দেব। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৮। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং বামফ্রন্টের প্রবীণ নেতা বিমান বসু। প্রয়াত শিল্পী জীবনে প্রায় দুশো চলচ্চিত্র ও সিরিয়ালে অভিনয় করেছেন। জীবনের প্রথম নাটক কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বরে রবীন্দ্রনাথের সমাপ্তি অবলম্বনে। আশির শুরুতে নাটকটির প্রযোজক ছিল এন এস ডি ও নান্দিকার। এখানেই তিনি কৃতি শিক্ষার্থীর শংসাপত্র পান । বামপন্থী ভাবধারায় বিশ্বাসী অভিনেতা বাম শিবিরের নির্বাচনী প্রচারে অংশ নিতেন।
জীবনে দুশোর বেশি সিনেমা সিরিয়াল ও নাটকে অভিনয় করলেও রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর কাজ পাওয়া কমে গিয়েছিল। একটু আপোষ করলেই হত। কিন্তু বন্ধুমহলে তিনি বলতেন শিরদাঁড়া বিক্রি করতে পারবো না। বিভিন্ন অনুষ্ঠানে দিগ দর্শন পোর্টালের সম্পাদক সুজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা হলে গল্প করতেন। সুজিৎ চট্টোপাধ্যায়ের পরিচালনায় পুলিশ কর্তা নজরুল ইসলামের বকুল গল্পের সিরিয়ালে তিনি এক বিতর্কিত পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেন! সেই সূত্রে আলাপ। যদিও অদৃশ্য অঙ্গুলি হেলনে সেই সিরিয়াল কলকাতা দূরদর্শন পাইলট বানানোর অনুমতি দিলেও প্রদর্শনে অনুমতি দেয় না। বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করতেন পার্থসারথি দেব। ব্যক্তিগত জীবনে বৈবাহিক জটিলতায় একাই থাকতেন শিল্পী। দেখাশোনা করতেন তাঁর এক অনুরাগী।
বেশ কয়েকবছর ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। বাঙুর হাসপাতালের খরচে সহায়তায় করছিল ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম। তিনি ছিলেন এই ফোরামের সহ সভাপতি। শনিবার সকালে এক সাংগঠনিক বিবৃতিতে ফোরামেরপক্ষে দু:সংবাদটি জানান , অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়। শিল্পীর মরদেহ নিয়ে আসা হয় টালিগঞ্জ স্টুডিও পাড়ায় শনিবার দুপুরে। সেখানে শিল্পীকে অন্তিম শ্রদ্ধা জানান অভিনেতা শঙ্কর চক্রবর্তী, রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়, কৌশিক বন্দোপাধ্যায়, বাসব দত্ত, বিশ্বনাথ বসু প্রমুখ।
বাণিজ্যে স্নাতক শিল্পীর প্রথম সিনেমায় অভিনয় পূর্ণেন্দু পত্রীর ছোট বকুলপুরের যাত্রী ছবিতে। শিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের রাজ্য সম্পাদক রজত বন্দোপাধ্যায়, ভারতীয় গণনাট্য সংঘের রাজ্য সম্পাদক দিব্যেন্দু চট্টোপাধ্যায়, অভিনেতা ফাল্গুনী চট্টোপাধ্যায় , জয় জিৎ বন্দোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, রূপাঞ্জনা দত্ত, শান্তিলাল মুখোপাধ্যায় প্রমুখ।