বেশ্যার বারোমাস্যা
পর্ব ৩০ সুজিৎ চট্টোপাধ্যায় : দেবদাসী প্রসঙ্গে আবার ফিরে আসা যাক। দেশ পত্রিকায় প্রায় দু দশক আগে নারায়ণ সান্যাল তাঁর দেবদাসী প্রথার উৎস, ইতিহাস ও পরিণতি শীর্ষকনিবন্ধে লিখেছিলেন,,,,, কৌটিল্যের অর্থ শাস্ত্রে মৌর্য যুগে দেহ ব্যবসায়ী শব্দটা রমণীদের প্রধান তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম ভাগ _ দেবদাসী শব্দটা ব্যবহার না করে বলা হয়েছে- দেবতাদের সেবা…