বেশ্যার বারমাস্যা
পর্ব: ১৩৫ কামসূত্রে ব্যভিচারের বিরুদ্ধে একদিকে কঠোর নির্দেশ , অন্যদিকে কিছু নির্দেশ ব্যভিচারের উৎসাহও যোগাতো। সুজিৎ চট্টোপাধ্যায় : বৈদিক যুগের সময় থেকেই যে ব্যভিচারের চল ছিল সেটা নিশ্চয়ই আগের বেশ কয়েকটি পর্ব পড়ে জেনেছেন। কামসূত্রে যেসব নির্দেশ বাৎস্যায়ন দিয়েছেন সেখানে সমাজকে সতর্ক থাকার কথা বলা হলেও এমন কিছুট নির্দেশ আছে যা ব্যভিচারকে প্রশ্রয় দেয়। এই…
