সহায় ফাউন্ডেশনের রবীন্দ্রোৎসব
***** দিগদর্শন ওয়েব ডেস্ক : কলকাতার রবীন্দ্র সদন মঞ্চে সহায় ফাউন্ডেশন গুরুগম্ভীর পরিবেশে পালন করল রবীন্দ্রোৎসব।বীন্দ্রনাথের অমর সৃষ্টি থেকে উপস্থাপনায় ছিল কবিতা সঙ্গীত ও নাট্যভাবনা। প্রথম পর্বে ছিল প্রাণের মানুষ। এই পর্বে অংশ নেন ব্রততী বন্দ্যোপাধ্যায়, প্রমিতা মল্লিক, পূর্ণিমা ঘোষ , শাশ্বতী গুহ ঠাকুরতা ও উপালী চট্টোপাধ্যায়। সৃজনশীল মঞ্চ পরিকল্পনায় শিল্পীরা পরিবেশন করেন নিজস্ব শৈলী।…
