পূব -পশ্চিমের মেলবন্ধন ঘটাতে আদিত্য একাডেমির ছাত্রছাত্রীরা পালন করল হ্যালোউইন উৎসব
**** দিগদর্শন ওয়েব ডেস্ক: বাংলার এক প্রথা ভূত চতুর্দশী। পশ্চিমেও ৩১ অক্টোবর পালিত হয় হ্যালোউইন ডে। এককথায় প্রেতচর্চা। ভিক্টোরিয়ান যুগের প্রখ্যাত দার্শনিক, জীববিজ্ঞানী, নৃতাত্ত্বিক,সমাজবিজ্ঞানীর ও রাষ্ট্রবিজ্ঞানের চিন্তাবিদ হাভার্ট স্পেন্সর বলেছেন, উপাসনা ধর্মের উৎপত্তি প্রেতপুজোর পি মধ্য দিয়ে। যা আসলে পূর্বপুরুষদের আরাধনা। আদিম মানুষ মনে করত পূর্বপুরুষদের আত্মারা তুষ্ট থাকলে বিপদে তাঁরা রক্ষা করবেন। ইংল্যান্ডে ও…
