কলকাতায় আনন্দ ডেয়ারী এনেছে দুধ ও দুগ্ধজাত খাদ্যপণ্য
* শ্রীজিৎ চট্টরাজ : কবি ভারত চন্দ্র রায় সেই অষ্টাদশ শতকে অন্নদামঙ্গল কাব্যে লিখেছিলেন,আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১ জুন নির্ধারিত করেছে বিশ্ব দুগ্ধ দিবস। সংস্থার মানদন্ড অনুযায়ী দৈনিক ২৫০ মিলিলিটার দুধ পান দরকার।২০২২_২৩ এ ৪ শতাংশ দুধ উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ২৩০.৫৮ মিলিয়ন টন।সবচেয়ে বেশি উৎপাদন উত্তরপ্রদেশের ১৫.৭ শতাংশ। প্রথম পাঁচের…