প্রাক পুজো মূহূর্তে একাডেমিতে অনুপম হালদারের দুদিনব্যাপী স্থিরচিত্র প্রদর্শনী
* শ্রীজিৎ চট্টরাজ: প্রাকপুজো মূহূর্তে পঞ্চমী ও ষষ্ঠীতে কলকাতার একাডেমি অফ ফাইন আর্টসের প্রদর্শনী কক্ষে অনুষ্ঠিত হলো প্রায় দেড়শো স্থিরচিত্রের প্রদর্শনী। চিত্রগ্রাহক অনুপম হালদার পেশায় উচ্চপদস্থ সরকারি আধিকারিক। পিতার অনুপ্রেরণায় প্রকৃতিকে ভালোবাসাসেই ভালোবাসা থেকেই সময় সুযোগ পেলে হাতে ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েন প্রাকৃতিক মুহূর্তগুলি ক্যামেরাবন্দি করতে। সেই ১৮৪০ সালে আলেকজান্ডার ওলকট ৮ মেপ্রাথমিক ক্যামেরা আবিষ্কার…